চট্টগ্রামের বোয়ালখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার গোমদণ্ডী ও অহলা কড়লডেঙ্গা ইউনিয়নে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
মৃত ১১ বছরের ধ্রুব দাস পূর্ব গোমদণ্ডীর কৈবর্ত্য পাড়ার গোবিন্দ দাসের ছেলে এবং ৪ বছর বয়সী সাত্বক চন্দ পূর্ব ধোরলা গ্রামের উত্তম চন্দের ছেলে।
ধ্রুব দাসের দাদু কৃষ্ণপদ দাস বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে ছন্দারিয়া খালে স্নান করতে নেমে ডুবে যায় ধ্রুব। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
অপরদিকে সাত্বকের পরিবারের বরাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজমাইন বলেন, ‘দুপুর ১টার দিকে পুকুরের পানিতে ডুবে সাত্বক গুরুতর আহত হয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।’