বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হতে যাচ্ছে: রিজভী

  •    
  • ১৪ এপ্রিল, ২০২২ ১৫:৩০

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদন নিয়েও কথা বলেন রিজভী। বলেন, ‘রিপোর্টে বলা হয়েছে, খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেয়া হয়েছে। আইন-আদালত সরকারের কবজায়। দেশের নিরাপত্তা বাহিনী গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত। বিরোধী দল নিধনে নিরাপত্তা বাহিনীকে সরকার ব্যবহার করছে।’

বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, শ্রীলঙ্কায় অর্থনৈতিক যে বিপর্যয় হয়েছে, বাংলাদেশের পরিণতিও হতে যাচ্ছে একই রকম।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা তার এই ভবিষ্যদ্বাণীর যুক্তি তুলে ধরে বলেন, ‘মেগা প্রকল্পের নামে লাখ লাখ কোটি টাকা লুটপাটের কারণে বাংলাদেশ ধীরে ধীরে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে যাচ্ছে।’

এ সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদন নিয়েও কথা বলেন রিজভী। বলেন, ‘রিপোর্টে বলা হয়েছে, খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেয়া হয়েছে। আইন-আদালত সরকারের কবজায়। দেশের নিরাপত্তা বাহিনী গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত। বিরোধী দল নিধনে নিরাপত্তা বাহিনীকে সরকার ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে সরকারের অত্যাচার, নিপীড়নের ঘটনা প্রমাণিত।’

আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারে না বলে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, ‘জিয়া পরিবারের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার করছে। সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা চলবে বলে আদালতের আদেশ নিয়েও প্রতিক্রিয়া জানান রিজভী। বলেন, ‘জুবাইদা রহমান রাজনীতির সঙ্গে বিন্দুমাত্র যুক্ত নন। তার বিরুদ্ধেও অসত্য ও কাল্পনিক মামলা করে সেটি এখনও চালু রাখা হয়েছে। চলছে ধারাবাহিক মিথ্যাচার-অপপ্রচার ও কুৎসা রটনা।’

বিএনপির নেতৃত্ব নিয়ে সরকারের ষড়যন্ত্রের বিষয়ে দেশ-বিদেশে সবাই সজাগ উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘সরকারের অনাচার যতই ঢেকে রাখার চেষ্টা করুক, তা উন্মোচিত হচ্ছে বিশ্ববাসীর কাছে। কোনো কিছু লুকিয়ে রাখতে ব্যর্থ।’

নরসিংদীতে ইফতার মাহফিলে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে বাধা দেয়ার অভিযোগও করেন রিজভী। বলেন, ‘গতকাল নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা বিএনপির উদ্যোগে এতিম ও ছাত্রদের জন্য ইফতারের আয়োজন করা হয়। আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা এসে গতকাল সকালে হামলা চালিয়ে বিএনপির প্যান্ডেল দখল করে নেয়।

‘এ সময় পলাশ বিএনপির দপ্তর সম্পাদক ফরহাদ হোসেনকে পুলিশ ধরে নিয়ে যায়। আওয়ামী সন্ত্রাসীরা জানায়, কোনো অবস্থাতেই বিএনপিকে ইফতার করতে দেয়া হবে না।’

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর