মাদারীপুরের কালকিনিতে ঘুরতে গিয়ে ভ্যান উল্টে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তাদের আরেক বন্ধু।
কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল।
নিহত ১২ বছর বয়সী রমজান কবিরাজ শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকার জামাল কবিরাজের ছেলে। তার বন্ধু নিহত ১১ বছরের রিফাত হোসেন একই এলাকার মনজুর হোসেনের ছেলে। তারা দুজন মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের বরাতে ওসি ইশতিয়াক জানান, রাত সাড়ে ৮টার দিকে রমজান ও রিফাতকে ভ্যানে নিয়ে ঘুরতে বের হয় তাদের সহপাঠী ইব্রাহিম। ভ্যানটি ইব্রাহিমই চালাচ্ছিল। সেটি ভবানীপুর এলাকায় পৌঁছালে একটি কুকুর দৌঁড়ে ভ্যানের চাকার নিচে চলে যায়। ইব্রাহিম নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উল্টে যায়। তিন বন্ধু ছিটকে পড়ে যায় রাস্তায়।
স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রমজান ও রিফাতকে মৃত ঘোষণা করেন। ইব্রাহিম সেখানে চিকিৎসাধীন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বর্ণালী আক্তার বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আহত কিশোরের অবস্থা কিছুটা ভালো।’