আগের বছরের চেয়ে দ্বিগুণ আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের। আয় বাড়ার সঙ্গে বিনিয়োগকারীদের লভ্যাংশ বাড়িয়েছে ব্যাংকটি।
বুধবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অর্ধেক নগদ ও অর্ধেক বোনাস শেয়ার। অর্থাৎ বিনিয়োগকারীরা শেয়ার প্রতি ৭৫ পয়সা এবং ১০০ শেয়ারের বিপরীতে সাড়ে সাতটি শেয়ার পাবেন।
আগের বছর বিনিয়োগকারীদের সাড়ে সাত শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ শেয়ার প্রতি ৭৫ পয়সা করে দিয়েছিল ব্যাংকটি।
৩১ ডিসেম্বর, ২০২১ হিসাববছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৭ পয়সা। আগের বছর এটি ছিল ১ টাকা ৮৭ পয়সা। অর্থাৎ সমন্বিত আয় বেড়েছে ১ টাকা ২০ পয়সা।
একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে দ্বিগুণ। ২০২০ সালে ইপিএস ছিল ১ টাকা ৮২ পয়সা। সেটা ২০২১ সালে বেড়ে হয়েছে ২ টাকা ৮৩ পয়সা।আয়ের পাশাপাশি সম্পদও বেড়েছে কিছুটা। গত ডিসেম্বর শেষে এনআরবিসির শেয়ার প্রতি সম্পদ ছিল ১৬ টাকা ২৫ পয়সা, যা ২০২০ সালের ডিসেম্বর শেষে ছিল ১৪ টাকা।
আগামী ১১ মে যাদের হাতে শেয়ার থাকবে, তারাই পাবে লভ্যাংশ, অর্থাৎ সেদিনই হবে রেকর্ড ডেট। এই লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা বা এজিএম ডাকা হয়েছে আগামী ২ জুন।
গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর সর্বোচ্চ উঠে ৪০ টাকা ৮০ পয়সা। আর সর্বনিম্ন দর ছিল ১১ টাকা।
লভ্যাংশ ঘোষণার দিন শেয়ারদর ছিল ২৩ টাকা ১০ পয়সা। লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্তের কারণে আগামী কর্মদিবসে এর লেনদেনে কোনো মূল্যসীমা থাকবে না।