ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়কে ৩ এপ্রিল বরখাস্ত করা হয়। তবে বুধবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শোভন বিভিন্ন সময় ছাত্রীদের মৌখিক ও মানসিকভাবে যৌন হয়রানি করতেন। ২২ শিক্ষার্থী তার নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যৌন হয়রানির অভিযোগ দেয়।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য বিটপকে ফোন দেয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।