বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাভার্ডভ্যান চাপায় পুলিশ নিহত: চালক ছিলেন মাদকাসক্ত

  •    
  • ১৩ এপ্রিল, ২০২২ ১৯:৪০

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ বলেন, ‘গ্রেপ্তারের পর জাফরকে ডোপ টেস্ট করা হলে পজিটিভ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেদিন গাড়ি চালানোর সময় মাদকাসক্ত ছিল বলে স্বীকার করেছে সে।’

ফেনীতে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ কনস্টেবল মোতাহের হোসেনের নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে।

সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেদিন গাড়ি চালানোর সময় মাদকাসক্ত ছিলেন বলে স্বীকার করেছেন চালক জাফর।

সোমবার রাত আড়াইটার দিকে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে ভ্যানে থাকা কনস্টেবল মোতাহের হোসেন ও আসাদুল ইসলাম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মোতাহেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালিয়ে যান চালক জাফর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তারের কথা জানায় র‍্যাব।

বুধবার র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘২০১৪ সাল থেকে লাইসেন্স ছাড়াই জাফর কাভার্ডভ্যান চালিয়ে আসছে। ২০১৯ সালে হালকা গাড়ি চালনায় লাইসেন্সের জন্য দালালের মাধ্যমে আবেদন করলে তাকে একটি লার্নার লাইসেন্স দেয়া হয়।

‘গ্রেপ্তারের পর জাফরকে ডোপ টেস্ট করা হলে পজিটিভ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেদিন গাড়ি চালানোর সময় মাদকাসক্ত ছিল বলে স্বীকার করেছে সে।’

কাভার্ডভ্যানটি ঢাকার মেসার্স তারেক ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিকানাধীন ছিল। অদক্ষ ও মাদকাসক্ত চালককে কাভার্ডভ্যান চালানোর দায়িত্ব দেয়ায় ওই কোম্পানীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর