চট্টগ্রামে নববর্ষের আয়োজনে মুখোশ, বাঁশি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পহেলা বৈশাখে নগরীর চারটি স্থানে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে নববর্ষের নানা আয়োজন। এসব অনুষ্ঠানে আগতদের মুখোশ ব্যবহার, বিরক্তিকর শব্দ উদ্রেককারী ভুভুজেলা, বাঁশি ইত্যাদি বাজানো থেকে বিরত থাকার জন্য পুলিশের তরফ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পিআর) শাহাদত হুসেন রাসেল।
তিনি বলেন, নির্দেশনাগুলো বিজ্ঞপ্তি আকারে নগরবাসীকে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন অনুষ্ঠানে যারা আসবেন তাদের মুখোশ, বাঁশি ও ভুভুজেলা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া ডিসি হিল ও সিআরবি এলাকায় নববর্ষের অনুষ্ঠানে দর্শকদের নির্ধারিত প্রবেশ ও বের হওয়ার পথ ব্যবহার করতে হবে।
আইন শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টার মধ্যে নববর্ষ উদযাপন অনুষ্ঠান শেষ করে অনুষ্ঠানস্থল থেকে দর্শনার্থীদের চলে যেতে হবে।