পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে বৃহস্পতিবার সকাল ৮টায় শোভাযাত্রা শুরু করবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবারও শোভাযাত্রা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকাল ৮টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এ শোভাযাত্রাতে অংশ নেবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বরাবরের মতো এবারও এ আয়োজনের দায়িত্বে থাকবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির নেতাকর্মীদের এ উৎসবে অংশ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।