বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিজার্ভ চুরির মামলা খারিজ হয়নি: বাংলাদেশ ব্যাংক

  •    
  • ১৩ এপ্রিল, ২০২২ ১৯:০৭

কেন্দ্রীয় ব্যাংক বলছে, রিজার্ভ চুরির অভিযোগ থেকে ফিলিপাইনের দুটি ক্যাসিনোকে অব্যাহতি দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। আর ক্যাসিনো ব্যবসায়ী কিম অংকে অব্যাহতির আবেদন খারিজ করে বাংলাদেশ ব্যাংকের অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। তবে মূল অভিযুক্ত আরসিবিসি ব্যাংকসহ অন্যদের বিরুদ্ধে মামলা চলবে কিনা সে বিষয়ে এখনও রায় হয়নি।

রিজার্ভ চুরির মামলা খারিজ হয়নি। অভিযুক্ত ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে কেবল ব্লুম্বারি ও ইস্টার্ন হাওয়াই নামের দুটি প্রতিষ্ঠানকে অব্যাহতি দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বুধবার এ কথা জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, রিজার্ভ চুরির অভিযোগ থেকে ফিলিপাইনের দুটি ক্যাসিনোকে অব্যাহতি দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। আর ক্যাসিনো ব্যবসায়ী কিম অংকে অব্যাহতির আবেদন খারিজ করে বাংলাদেশ ব্যাংকের অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। তবে মূল অভিযুক্ত আরসিবিসি ব্যাংকসহ অন্যদের বিরুদ্ধে মামলা চলবে কিনা সে বিষয়ে এখনও রায় হয়নি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের আইনি সেবাদাতা প্রতিষ্ঠান কজন ও’কনর এমন তথ্য জানিয়েছে।

রিজার্ভ থেকে চুরি হয়ে যাওয়া অর্থ উদ্ধার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়ে ২০২০ সালের ২৭ মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কাউন্টি সুপ্রিম কোর্টে রিজাল কমার্শিয়াল ব্যাংক এবং ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ। এরপর আরসিবিসিসহ ৫জন বিবাদী মামলা থেকে অব্যাহতির আবেদন করে। গত ৮ এপ্রিল দেশটির আদালত আংশিক রায় দিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা অর্থ উদ্ধারের লক্ষ্যে নিউ ইয়র্ক কাউন্টি সুপ্রিম কোর্টে করা মামলায় ৮ এপ্রিল দেয়া আংশিক রায় প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বুধবার একথা জানায়।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা মাসুদ ‍বিশ্বাস নিউজবাংলাকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে বাংলাদেশ ব্যাংক অবহিত। তবে মামলা খারিজ হয়নি। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটিকে অব্যাহতি দেয়া হয়েছে।’

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে বিবৃতি দেয়া হবে বলে জানান তিনি।

এর আগে সংবাদমাধ্যম ফিলিপাইন স্টার এক প্রতিবেদনে উল্লেখ করে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ উদ্ধারে করা মামলা খারিজ করে দিয়েছে নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট।

রিজার্ভের অর্থ চুরির বিষয়ে ২০১৬ সালে প্রথম প্রতিবেদন প্রকাশকারী ফিলিপাইনের সংবাদমাধ্যম ডেইলি ইনকোয়ারার এ বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, রিজার্ভ চুরির বিষয়ে ‘প্রয়োজনীয় এখতিয়ারের অভাবে’ চুরি যাওয়া অর্থের বড় একটি অংশ উদ্ধারে ২০২০ সালে করা এ মামলা খারিজ করা হয়।

রিজল ব্যাংক থেকে অর্থ তুলে একটি ক্যাসিনোতে নিয়ে যাওয়ার খবর প্রকাশের পর সেই ক্যাসিনো মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করে বাংলাদেশ সরকারকে বুঝিয়েও দেয় ফিলিপাইন। বাকি অর্থ উদ্ধারে ফের আইনি প্রক্রিয়ায় যায় বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর