সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার দুপুরে কাবিলপুরে অভিযান চালায়। ছমিরমুন্সিরহাট বাজারের একটি ব্রিজ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয়টি গুলিসহ ইয়াকুব ও মোশারফকে আটক করা হয়।
নোয়াখালীর সেনবাগে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সেনবাগের কাবিলপুর ইউনিয়ন থেকে বুধবার দুপুর আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন সেনবাগের আজিরপুর গ্রামের ২১ বছর বয়সী ইয়াকুব আলী ও ২৮ বছর বয়সী মোশারফ হোসেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার দুপুরে কাবিলপুরে অভিযান চালায়। ছমিরমুন্সিরহাট বাজারের একটি ব্রিজ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয়টি গুলিসহ ইয়াকুব ও মোশারফকে আটক করা হয়। তাদের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।