আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের কেনাকাটায় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ ‘ঈদ শপিং ফেস্ট’ ক্যাম্পেইন চালু করেছে। যেখানে ক্রেতারা ফ্যাশন, ইলেকট্রনিকস, লাইফস্টাইল ও হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যের ওপর নানা ধরনের ছাড় সুবিধা পাবেন।
ক্যাম্পেইনটি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। চলবে ২ মে পর্যন্ত।
দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা প্রি-পেমেন্ট ভাউচার, হট ডিলস, মেগা ডিলস (সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত), সারপ্রাইজ ফ্রি শিপিং আওয়ার, মিস্টারি বক্সসহ নানা অফার ও ভাউচার সুবিধা পাবেন।
গ্রাহকদের পেমেন্টের সুবিধার্থে পুরো ক্যাম্পেইন জুড়ে থাকছে দারাজের প্রিপেমেন্ট পার্টনার- বিকাশের ১০ শতাংশ ক্যাশব্যাক অফার।
এ ছাড়া পেমেন্ট পার্টনার হিসেবে আছে লঙ্কাবাংলা ফাইন্যান্স, এইচএসবিসি, প্রাইম ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক। যাদের মাধ্যমে প্রিপেমেন্টে গ্রাহকরা পাবেন ১০ শতাংশ পর্যন্ত মুল্যছাড় ।
নতুন এ ক্যাম্পেইন চালুর ক্ষেত্রে ক্রেতাদের অগ্রাধিকার দেয়ার বিষয়টি উল্লেখ করে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘সহজে পণ্য কেনাকাটার মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের বিষয়টিকে আমরা সর্বাধিক প্রাধান্য দেয়। ঈদুল ফিতর বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় উৎসব। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের মানুষের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে আমরা ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফারের এ ক্যাম্পেইন নিয়ে আসতে পেরে আনন্দিত।’
দারাজ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) তাজদীন হাসান বলেন, ‘দেশের সকল মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করে। আসন্ন ঈদে আমাদের ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে ঈদ শপিং ফেস্ট ক্যাম্পেইন চালু করেছি। ক্যাম্পেইনটিতে দেশজুড়ে থাকা আমাদের ক্রেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করছি। এ ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা আকর্ষণীয় ছাড়ে তাদের পছন্দের পণ্য কিনতে পারবেন।’
ক্যাম্পেইনটির ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে লোটো, রিয়েলমি, বাটা, স্টুডিও এক্স (ম্যারিকো), স্যাভলন (এসিআই) এবং ডেটল (রেকিট বেনকিজার)।
পাশাপাশি, ক্যাম্পেইনটির প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে সিঙ্গার, ভিশন, মোশন ভিউ, ফ্যাব্রিলাইফ, প্যারাস্যুট ন্যাচারালে ( ম্যারিকো), গোদরেজ, ম্যাগি (নেসলে) ও লাইজল (রেকিট বেনকিজার)।
ক্যাম্পেইনটির গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে শাওমি গ্লোবাল স্টোর, সিকেইন, রঙ্গন হারবালস, ফার্নিকম, লিভিংটেক্স, টিপি-লিংক, ডেল, ফোকালুর, রিবানা, ট্রেন্ডজ, ইমামি ও হায়ার।