ভারতে সরকারি কর্মকর্তারা নানামুখী কারণে গুরুত্বপূর্ণ মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে ভয়ের মধ্যে রাখেন। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠান মালিকদের চাপ দেয়া, স্পনসরদের টার্গেট করা, সাজানো মামলা করা এবং কিছু ক্ষেত্রে মোবাইল, টেলিফোন ও ইন্টারনেটের মতো যোগাযোগ পরিষেবা বন্ধ করে দেয়া।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার সংক্রান্ত এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। কংগ্রেস অনুমোদিত ‘মানবাধিকার অনুশীলন ২০২১ সংক্রান্ত প্রতিবেদন’টি মঙ্গলবার প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাংবাদিক এবং এনজিওগুলোর কাছ থেকে রিপোর্ট এসেছে যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সরকারি কর্মকর্তারা বিভিন্ন উপায়ে বড় মিডিয়া সংস্থাগুলোকে ভয় দেখানোর সঙ্গে জড়িত।’
এনজিওগুলো অভিযোগ করেছে, সরকারের সমালোচক সাংবাদিকদের ভয় দেখাতে ফৌজদারি বিচার ও তদন্ত কার্যক্রমকে ব্যবহার করা হচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘কিছু সরকার, পুলিশ ও কারাগারের কর্মকর্তাদের মানবাধিকার লঙ্ঘনের ক্রমবর্ধমান ঘটনাসহ ভারতের সাম্প্রতিক কিছু ঘটনাক্রমের ওপর আমরা নজর রাখছি।’