টাঙ্গাইলের বাসাইলে প্রতিবেশীর নামে পুত্রবধূকে হত্যার অভিযোগে মামলা করেছেন এক ব্যক্তি।
বাসাইল থানায় বুধবার দুপুর আড়াইটার দিকে মো. ওয়াসিমকে আসামি করে মামলা করেন জোয়াহের আলী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা উত্তরপাড়া গ্রামে চার বছরের ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন ৩০ বছর বয়সী লিমা আক্তার। তার স্বামী ময়নাল হোসেন সৌদি প্রবাসী। মঙ্গলবার রাতে লিমা রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। মধ্যরাতে তার চিৎকার শুনে শ্বশুর জোয়াহের বের হয়ে আসেন।
এ সময় তিনি লিমার ঘর থেকে প্রতিবেশী ওয়াসিমকে বের হয়ে যেতে দেখেন। ঘরে ঢুকে লিমাকে রক্তাক্ত অবস্থায় পান। গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘এ ঘটনায় বুধবার দুপুরে ওয়াসিমকে আসামি করে জোয়াহের হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে ওয়াসিম পলাতক। কী কারণে লিমাকে হত্যা করা হয়েছে তা এখনও বোঝা যাচ্ছে না। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’