বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘চিত্রকর্মের মাধ্যমে বাংলার ঐতিহ্য তুলে ধরছি’

  •    
  • ১৩ এপ্রিল, ২০২২ ১৫:৩৯

খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং ও পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক শাপলা সিংহ বলেন, ‘প্রতিবারই আমাদের ছেলেমেয়েরা বৈশাখ উপলক্ষে নানা আয়োজন করে। চিত্রকর্মের মাধ্যমে আমরা বাংলার ঐতিহ্য তুলে ধরি। বিকেলের মধ্যে আমাদের কাজ শেষ হবে।’

বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রতিবারের মতো এবারও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে খুলনায়।

এরই মধ্যে অনুষ্ঠান ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

পয়লা বৈশাখের আগের দিন বুধবার দুপুরে চারুকলা ইনস্টিটিউটের সামনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা নিপুণ হাতের তুলিতে ফুটিয়ে তুলছেন লোকজ নানা রাজা, রানির মুখোশ। তাতে করা হচ্ছে হরেক রকমের নকশা। বানানো হয়েছে বিশালাকার লোকজ ঘোড়াও।

এগুলো বৈশাখের প্রথম দিনের মঙ্গল শোভাযাত্রায় ব্যবহারের পাশাপাশি যুব সমাজকে দেশপ্রেম ও সংস্কৃতির চেতনায় জাগ্রত করবে, এমনটাই প্রত্যাশা তাদের।

বিশ্ববিদ্যালয়ের ড্রইং ও পেইন্টিং বিভগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রাবণী ইসলাম কনা বলেন, ‘কয়েক দিন ধরে দিনরাত পরিশ্রম করেছি আমরা। বছরের এই একটি দিনে বাঙালিরা তাদের নিজস্ব সাংস্কৃতিতে উৎসব উদযাপন করে।

‘এ বছর যেহেতু রমজান মাস, তাই কিছুটা কম পরিসরে আয়োজন করা হয়েছে। তবে দেশীয় সংস্কৃতি ফুটিয়ে তুলতে আমাদের চেষ্টার কমতি নেই।’

বিভাগের সহকারী অধ্যাপক শাপলা সিংহ বলেন, ‘প্রতিবারই আমাদের ছেলেমেয়েরা বৈশাখ উপলক্ষে নানা আয়োজন করে। চিত্রকর্মের মাধ্যমে আমরা বাংলার ঐতিহ্য তুলে ধরছি। বিকেলের মধ্যে আমাদের কাজ শেষ হবে। বৃহস্পতিবার সকালে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।’

রেজিস্ট্রার কার্যালয় থেকে জানা গেছে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। এর মধ্যে সকাল ৭টা ৪৫ মিনিটে বর্ষ আবাহন, ৯টার দিকে শোভাযাত্রা ও পৌনে ১০টার দিকে লাঠিখেলা, ম্যাজিক শো ও বানরখেলা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান বলেন, ‘অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আয়োজন করলেও স্থানীয়রাও বর্ষবরণের অনুষ্ঠান উপভোগ করতে পারবে।’

খুলনা জেলা প্রশাসন কার্যালয় থেকে জানা যায়, জাতীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপনে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

এদিন সকাল সাড়ে ৮টায় নগরীর শহীদ হাদিস পার্ক এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। জেলা শিশু একাডেমি শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।

এ ছাড়া খুলনা জেলা কারাগার ও শিশু পরিবার (এতিমখানা) ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কয়েদিদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শনীর আয়োজন করবে।

জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পয়লা বৈশাখ উদযাপন করবে বলেও জানায় সূত্রটি। একই সঙ্গে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলাগুলোতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

এ বিভাগের আরো খবর