ত্রিপুরা, মারমা ও চাকমা এই তিন সম্প্রদায়ের পাহাড়ি শিক্ষার্থীরা নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণের উৎসব পালন করছেন।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বুধবার সকাল থেকে চলে তাদের এই উৎসব।
এ উপলক্ষে সকালে শোভাযাত্রা, গিলা খেলা, কলসি ভাঙ্গা, দুপুরে জলকেলি করেন তারা।
এ ছাড়া নেচে গেয়ে দিনটি পালন করেন শিক্ষার্থীরা। উৎসবে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, এটি তাদের ঐতিহ্য ও সংস্কৃতি।
লোকপ্রশাসন বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী মথি ত্রিপুরা বলেন, ‘নববর্ষকে ঘিরে আমাদের এই আয়োজন। যাতে করে পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করা হয়। নতুন বছরটাকে নতুন করে শুরু করতে গিলা খেলা, জলকেলি উৎসব করে থাকি।’
প্রার্থনা দেবী ত্রিপুরা বলেন, এটা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি। আমরা পয়লা বৈশাখের আগের দিনে চৈত্রসংক্রান্তিতে এই উৎসব করি। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। আজকের এই দিনে বিভিন্ন আয়োজন থাকে। প্রত্যেকের ঘরে বিভিন্ন রকমের সবজি (পাঁচন) একসঙ্গে রান্না করা হয়। সবার ঘরে ঘরে থাকে এ পাঁচন। আমরা একে অপরের বাসায় যাই, ঘর নতুন করে সাজাই, যার যার সংস্কৃতি অনুযায়ী নতুন পোশাক পরি।’
ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র প্রিয়দর্শী চাকমা বলেন, ‘এই উৎসব আমাদের সামাজিক রীতিনীতি, পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করি আমরা।’
বর্ষবরণের উৎসবে বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের অভিভাবকরাও যোগ দিয়েছেন উৎসবে।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী নিউজবাংলাকে বলেন, ‘এ উৎসব এবারই বিশ্ববিদ্যালয়ে প্রথম আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সহযোগিতা করেছে। আগামীতেও হবে আশা করি।’