পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী মিয়া মুহাম্মদ শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাতে এই শুভেচ্ছা বার্তা পাঠান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় আঞ্চলিক অভিন্ন সুবিধা অর্জনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুরো অঞ্চলকে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী শাহবাজকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
নানা ঘটনার পর বিরোধীদের উত্থাপন করা অনাস্থা ভোটে গত ৯ এপ্রিল মধ্যরাতে পদচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ও প্রধানমন্ত্রী ইমরান খান।
পরে ইমরানবিরোধী রাজনৈতিক জোটের প্রার্থী হিসেবে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী তিনি।