বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডায়রিয়ার প্রকোপ কমাতে টিকা আগামী মাসে

  •    
  • ১৩ এপ্রিল, ২০২২ ১২:৪৯

নাজমুল ইসলাম বলেন, ‘ঢাকা মহানগরে যে সব এলাকায় ডায়রিয়া-কলেরার প্রকোপ বেশি সেসব এলাকায় কলেরার টিকা দেয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী মাসে এই কর্মসূচির বাস্তবায়ন করা হবে।'

ঢাকা মহানগরের যে সব এলাকায় ডায়রিয়া-কলেরার প্রকোপ বেশি সেসব এলাকায় টিকাদানের কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী মাসের শুরুর দিকে এই কার্যক্রম শুরু হবে।

রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরে কার্যালয়ে বুধবার এক সভায় সাম্প্রতিক ডায়রিয়া প্রাদুর্ভাব বিষয়ক প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম এ তথ্য জানান।

নাজমুল ইসলাম বলেন, ‘ঢাকা মহানগরে যে সব এলাকায় ডায়রিয়া-কলেরার প্রকোপ বেশি সেসব এলাকায় কলেরার টিকা দেয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী মাসে এই কর্মসূচির বাস্তবায়ন করা হবে।

‘ইতোমধ্যে আমাদের বিভিন্ন ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। টিকা দেয়ার জন্য সিটি কর্পোরেশনের পাঁচটি স্থান নির্বাচন করা হয়েছে।’

তিনি বলেন, ‘যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর হট স্পট হিসেবে বিবেচনা করে ২৩ লাখ মানুষকে টিকা দেয়া হবে। ‘ডায়রিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধের স্বাস্থ্য অধিদপ্তরের সব প্রস্তুতি রয়েছে। প্রত্যেকটি হাসপাতালে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে।’

অধিদপ্তরের মুখপাত্র বলেন, ‘জনপ্রতিনিধিদের সঙ্গে আমরা এ বিষয়ে সহযোগিতা চেয়েছি। পানি বিশুদ্ধকরণের জন্য সিটি কর্পোরেশনের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। বিভিন্ন এলাকায় জনগণকে সঙ্গে নিয়ে সতর্কতামূলক অনুষ্ঠান করা হয়েছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আহমেদুল কবীর।

নাজমুল ইসলাম বলেন, ‘ডায়রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। এ বছর আমরা চারটি মৃত্যুর রিপোর্ট করেছি। ’

তবে আইসিডিডিআরবি বলছে মৃত্যু হয়েছে ২৯ জনের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এ পর্যন্ত চারটি মৃত্যুর তথ্য পেয়েছি। আইসিডিডিআরবি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। তারা আমাদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে সেই তথ্য হস্তান্তর করেনি। করলে আমরা সেগুলো বিশ্লেষণ করে দেখব।’

তিনি জানান, এ বছর রাজধানী ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া হবে। এক বছর বয়স থেকে বড় সব বয়সের মানুষ কলেরার টিকা পাবেন। শুধু গর্ভবতী নারীরা পাবেন না। মে মাসে প্রথম ডোজ দেয়া হবে এবং জুন মাসে দেয়া হবে দ্বিতীয় ডোজ।

সারাদেশে কেন টিকা দেয়া হবে না- এমন প্রশ্নে অধিদপ্তরের মুখপাত্র বলেন, ‘টিকার এখন খুব সংকট। নাইজেরিয়া থেকে টিকা কেটে আমাদের দেয়া হয়েছে। রাজধানী ঢাকার মধ্যে সবচেয়ে বেশি রোগী যাত্রা বাড়ি এলাকায়।’

যাত্রাবাড়িতে এত বেশি কেন- এ প্রশ্নে নাজমুল বলেন, ‘নিরাপদ পানির কারণে। সাপ্লাই লাইনে কিন্তু সমস্যা আছে। পানির সমস্যা সমাধান না হলে তাহলে এটা থেকেই যাবে। যে পানি আমি ব্যবহার করব, তা নিজ দায়িত্বে নিরাপদ করে নিতে হবে।’

এ বিভাগের আরো খবর