নেত্রকোণার মদনে সড়ক দুর্ঘটনায় মোহনগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শিক্ষকের নাম সাদেকুল ইসলাম। ৪০ বছর বয়সী সাদেকুল ইসলাম মোহনগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। নেত্রকোণা শহরের সাতপাই কলেজ মাঠের পাশে তার বাসা।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি নিজ মোটরসাইকেলে চড়ে জগন্নাথপুর গ্রামের বাড়ি থেকে নেত্রকোণা শহরের বাসায় যাচ্ছিলেন। মদন উপজেলা সদরের মগড়া ব্রিজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
সাদেকুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার একজন প্রাথমিক শিক্ষিকা। তাদের দুই শিশুসন্তান রয়েছে।
সাদেকুলের সহকর্মী একই কলেজের প্রভাষক মিজানুর রহমান নান্নু বলেন, ‘সাদেক অত্যন্ত প্রগতিশীল ও সংগঠক তরুণ ছিলেন। তিনি মোহনগঞ্জ উপজেলা রাষ্ট্র্রবিজ্ঞান সমিতির সভাপতি ছিলেন। হাওরের কৃষকদের অধিকার আদায়ে একজন সক্রিয় সংগঠক হিসেবে কাজ করতেন তিনি।’
ওসি মুহাম্মদ ফেরদৌস আলম আরও বলেন, ‘সাদেকুল ইসলামের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বজনদের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’