গাজীপুর চৌরাস্তায় তৈরি পোশাক কারখানার প্রতিবাদ-বিক্ষোভ চলাকালে হালিমা বেগম নামে এক পোশাককর্মী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাবার বুলেটে আহত ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিক্যালে আহত হালিমা বেগম বলেন, ‘আমি গাজীপুরের শফিক টেক্সটাইল নামে একটি গার্মেন্টসে এক বছর ধরে অপারেটর হিসাবে কাজ করছি। কোম্পানির কাছে আমারও বেতন-ভাতা পাওনা রয়েছে। এজন্য বকেয়া পাওনার দাবিতে গত কয়েকদিন ধরে চলা শ্রমিকদের আন্দোলনে আমিও শরিক হই। গার্মেন্টস কর্তৃপক্ষ আমাদের দাবি-দাওয়া মেনে নেয়ার পর পরিস্থিতি শান্ত হয়ে যায়।
‘এরই মাঝে সোমবার আন্দোলনকারী এক পুরুষ শ্রমিককে কর্তৃপক্ষ হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। এর প্রতিবাদে আজ সকালে আমরা পুনরায় গাজীপুর চৌরাস্তায় প্রতিবাদ এবং বেতন-ভাতার দাবিতে আন্দোলন নামি। তখন পুলিশ গুলি চালালে আমার পায়ে গুলি লাগে।’
হালিমার ভাই সাজ্জাদ হোসেন বলেন, ‘আমার বোনের পায়ের অবস্থা খুবই খারাপ। ওর পা ফুলে গেছে। চিকিৎসক আমার বোনকে হাসপাতালে ভর্তি করে নিয়েছেন।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, গাজীপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক নারী পোশাক শ্রমিককে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক ভর্তি দিয়েছেন। তিনি এখন সার্জারির ২০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বিষয়টি জয়দেবপুর থানাকে জানানো হয়েছে।