বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০ কোটি টাকা মুক্তিপণ দাবি: ব্যবসায়ী উদ্ধার

  •    
  • ১২ এপ্রিল, ২০২২ ২৩:২৪

তথ‌্য-প্রয‌ুক্তির সহায়তায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পটুয়াখালী শহরের কাজীপাড়ার এস‌পি কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

মুক্তিপণের দাবিতে অপহৃত ব্যবসায়ী শিবু লাল দাসকে ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ সময় তার সঙ্গে পাওয়া গেছে গাড়ি চালককেও।

শহরের পটুয়াখালী কাজীপাড়ার এস‌পি কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

সদর ডি‌বির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তথ‌্য-প্রয‌ুক্তির সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

ব্যবসায়ী শিবু লাল দাসকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পটুয়াখালী কাজীপাড়া থেকে উদ্ধার করে পুলিশ। ছবি: নিউজবাংলা

পু‌লিশ সুপার মোহাস্মদ শ‌হিদুল্লাহ জানান, শিবু লাল দাসকে প্রাথ‌মিক চি‌কিৎসার জন‌্য পটুয়াখালী মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তা‌রিত পরে জানানো হবে।

ব্যবসায়ী শিবু লাল দাসের পুত্রবধূ শান্তা রানী দাস জানান, সোমবার বেলা ১১টার দিকে শহরের পুরানবাজারের বাসা থেকে তার শ্বশুর ব্যক্তিগত গাড়ি নিয়ে গলাচিপার উদ্দেশে রওয়ানা দেন। কাজ শেষে রাত ৯টার দিকে হরিদেবপুর খেয়াঘাট থেকে ফের শহরের বাসার উদ্দেশে তিনি রওনা হন। এ সময় তার সঙ্গে গাড়িচালক মিরাজও ছিলেন।

রাত সাড়ে নয়টার দিকে শ্বশুরের ফোন বন্ধ পান তিনি। এক পর্যায়ে ফোন দেন গাড়ির চালককে। তবে তখন তার ফোনও বন্ধ পাওয়া যায়। রাত ১১টার দিকে তাদের খুঁজতে শুরু করে পরিবারের সদস্যরা।

তিনি আরও জানান, রাত আনুমানিক দুইটার দিকে তার (শিবু) ফোন থেকে শাশুড়ি বিউটি দাসের ফোনে কল করে বলা হয়, ‘শিবুকে পেতে হলে ২০ কোটি টাকা লাগবে’। জবাবে শাশুড়ি বলছেন, ‘দেব টাকা’। এরপরই ফোন কেটে দেয়া হয়।

এ বিভাগের আরো খবর