রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা প্রশ্নে যুক্তরাষ্ট্রের বিরোধিতা আরও একবার অগ্রাহ্য করল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ সূত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
ওয়াশিংটনে মঙ্গলবার ভারত ও যুক্তরাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দেন, ভারত রাশিয়া থেকে এক মাসে যে পরিমাণ জ্বালানি তেল কেনে, ইউরোপ এক বিকেলেই রাশিয়া থেকে সেই পরিমাণ তেল কেনে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন রাশিয়া থেকে তেল না কিনতে ভারতের প্রতি আহ্বান জানান। ব্লিঙ্কেন বলেন, ‘বিভিন্ন দেশের অবস্থান আলাদা। তাদের চাহিদা ও প্রয়োজনে তারতম্য রয়েছে। তবে এসব বিবেচনার পরও রাশিয়া থেকে জ্বালানি কেনা কমিয়ে দিতে আমরা বন্ধু ও সহযোগীদের প্রতি আহ্বান জানাব।’
জবাবে এস জয়শঙ্কর বলেন, ‘আপনারা যদি রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার বিষয়টি দেখেন তবে আমার পরামর্শ ইউরোপের দিকে নজর দিন। আমরা নিঃসন্দেহে রাশিয়া থেকে তেল কিনি আমাদের দেশের চাহিদা মেটাতে। তবে যাবতীয় পরিসংখ্যান দেখে আমার সন্দেহ- আমরা গোটা মাসে রাশিয়া থেকে যে পরিমাণ তেল কিনি, তা ইউরোপের এক বিকেলের কেনার তুলনায় কম।’
মন্ত্রী পর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন উপস্থিত ছিলেন।