বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেফো ফিরে এসেছে

  •    
  • ১২ এপ্রিল, ২০২২ ১৫:৪৮

লালমাটিয়ায় পোষা কুকুর হারিয়ে মুষড়ে পড়েন তার মালিক। দেয়ালে দেয়ালে পোস্টার টাঙিয়ে দেন। আর সেই পোস্টার দেখে কুকুরের খোঁজ দেয় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী।

হারিয়ে যাওয়ার দুদিন পর ‘সেফো’ ফিরে এলো নিজ ঘরে। হারানো সেফোর সন্ধান দিয়েছে পঞ্চম শ্রেণির ছাত্র আবরার রহমান তাসীন। তার দেয়া ঠিকানা থেকে আদরের কুকুর সেফোকে বাড়ি নিয়ে আসেন তার মালিক অনসূয়া।

সেফো দেশি প্রজাতির কুকুর। জন্মের পর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত আর দশটি পথ-কুকুরের মতো। এক বছর আগে রাস্তা থেকে কুকুরটিকে তুলে এনে আশ্রয় দেন অনসূয়া।

প্রাণিপ্রেমী তরুণী অনসূয়া থাকেন লালমাটিয়ায়। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। এক বছর ধরে ভালোবাসা আর আদর-যত্নে সেফোকে লালন-পালন করছেন তিনি। পরিবারের অন্য সদস্যরাও সমান আদর করতেন সেফোকে।

গত রোববার রাতের ঘটনা। সেদিন রাত ৮টার পর বাসার সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন অনসূয়ার বাসার কয়েকজন। আদরের সেফোও ছিল তাদের সঙ্গে। ওই সময়ই ঘটে বিপত্তি।

অনসূয়া নিউজবাংলাকে বলেন, ‘বাসার আশপাশের রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম আমরা। সেফোও ছিল সঙ্গে। ওই সময় একটি কুকুর ধাওয়া দিলে ভয় পেয়ে ছুটে যায় সেফো।’

তারপর অনেক খোঁজাখুঁজি করেও সেফোকে আর পাওয়া যায়নি। ভীষণ মুষড়ে পড়েন অনসূয়া। কী করবেন, কীভাবে খুঁজে পাবেন সেফোকে কিছুই বুঝে উঠতে পারছিলেন না তিনি।

মাথায় এলো পোস্টার ছাপানোর কথা। কুকুরটিকে কেউ খুঁজে পেলে কীভাবে ফেরত দেবেন আর কর্মব্যস্ততার মধ্যে কেউ আন্তরিকভাবে ফেরত দেয়ার চেষ্টা করবেন কি না এসব বিষয় মাথায় খেলছিল তার। তাই দিলেন ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা।

অনসূয়া বলেন, ‘পোস্টার ছাপিয়েছি প্রায় ২ হাজার। ছাপাতে খরচ হয়েছে ৪ হাজার টাকা। আর তা দেয়ালে দেয়ালে লাগাতে খরচ পড়েছে ৮ হাজার টাকা।’

পোস্টারে লেখা ছিল: ‘কুকুর হারিয়ে গেছে। সেফো নামের দেশি কুকুরটি সম্পূর্ণ কালো, শুধু বুকে অল্প সাদা দাগ আছে।’

পোস্টারে আরও লেখা হয়েছে: ‘খুঁজে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার।’

পোস্টারে সেফোর ছবি দেয়ার পাশাপাশি মালিকের সঙ্গে যোগাযোগের জন্য দেয়া হয় তিনটি মোবাইল নম্বর।

সেফো হারিয়ে যাওয়ার পর পোস্টার লাগানো হয় রাজধানীর লালমাটিয়ায়। ছবি: নিউজবাংলা

সেই পোস্টারে ছেয়ে গেছে লালমাটিয়া এলাকার দেয়াল। স্কুল যাওয়ার পথে ওই পোস্টারটি নজর কাড়ে আবরার রহমান তাসীনের। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে।

মঙ্গলবার সকাল পৌন ৮টার দিকে রাস্তায় সেফোর মতো একটি কুকুরকে দেখতে পায় তাসীন। পোস্টার দেখে কুকুরের যে ছবি মনে গেঁথে ছিল, তার সঙ্গে মিলও খুঁজে পায়। বুকে অল্প সাদা দাগটাও খেয়াল করে ছোট্ট তাসীন। আর তা জানায় তার বাবাকে।

তাসীনের বাবা আফজালুর রহমান একজন ব্যবসায়ী। সন্তানের মুখে সব গল্প শোনেন, নিজেও যাচাই করেন। এরপর তিনি ফোন দেন পোস্টারে দেয়া নম্বরে।

সেফোকে ফিরে পেতে লালমাটিয়ায় সাটানো পোস্টার। ছবি: নিউজবাংলা

তাসীনের দেয়া ঠিকানা থেকেই সেফোকে খুঁজে পান অনসূয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাসীন ও তারা বাবাকে। দিতে চান পুরস্কারের অর্থ।

কিন্তু তা নিতে অস্বীকৃতি জানান আফজালুর রহমান। তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমার ছেলেটা ছোট মানুষ। তার হাতে এত টাকা দেয়া ঠিক হবে না। এটা আমার ব্যক্তিগত ধারণা। তাই তাদের বলেছি, একটা ছোট গিফট তার হাতে দিয়েন।’

অনসূয়া মঙ্গলবার বিকেলে তাসীনের সঙ্গে দেখা করতে যাওয়ার কথাও রয়েছে। সেফোকে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। বলেন, ‘শুধু আমি কেন, আমাদের বিল্ডিংয়ের সবাই খুব খুশি হয়েছে সেফো ফিরে আসায়।’

এ বিভাগের আরো খবর