এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২ টাকা কমেছে।
ভারতীয় পেঁয়াজ ১৪ টাকার স্থলে বিক্রি হচ্ছে ১২ টাকায়। আর দেশি পেঁয়াজ কেজিতে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭ টাকা দরে।
পেঁয়াজের দাম কমায় কিছুটা স্বস্তি দেখা গেছে ক্রেতাদের মধ্যে।
হিলি স্থলবন্দরের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সেখানে ভারতীয় জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২ টাকা কেজি দরে। পাইকারি ব্যবসায়ীরা ১০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে তা বিক্রি করছেন ১২ টাকায়। আর দেশি জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭ টাকা কেজি দরে, যা আগে ১৯ থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে।
ক্রেতা সুমন ইসলাম বলেন, ‘রমজান মাসে বাড়িতে পেঁয়াজের চাহিদা বেশি থাকে। এর মধ্যে দাম কম হওয়ায় বেশি করে পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছি।’
বন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু করা হয়। এ মাসে পেঁয়াজের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।
হিলি কাস্টমস সূত্রে জানা যায়, সোমবার সারা দিনে ভারত থেকে ১৬৮ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।