ঢাকার সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসএ পরিবহনের হেলপার গুরুতর আহত হয়েছেন। আটক করা হয়েছে ওই ছিনতাইকারীকে।
ঢাকা-আরিচা মহাসড়কে সাভার সেনানিবাসের আব্দুর রউফ গেটের সামনে মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রাসেল মিয়ার বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামে।
এসএ পরিবহনের বাইপাইল শাখার ম্যানেজার আবুল কাশেম নিউজবাংলাকে বলেন, ‘চালক ফজরের নামাজ পড়ার জন্য সাভার সেনানিবাসের আব্দুর রউফ গেটের সামনে এসএ পরিবহনের পার্সেল বহনকারী গাড়ি থামান। গাড়ি থেকে নামতেই পাঁচ থেকে ছয়জন তাকে ঘিরে ধরে মোবাইল, টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
‘রাসেল তাদের বাধা দিলে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে। চালক ও হেলপারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে একজনকে আটক করে।’
রাসেলকে গুরুতর আহত অবস্থায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া নিউজবাংলাকে বলেন, ‘স্থানীয়রা মুন্নু নামের এক ছিনতাইকারীকে আটক করেছে। তারা মুন্নুকে পিটুনি দেয়ায় তাকেও আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।’