বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাতীয় পরিচয়পত্র পেলেন ২২ যৌনকর্মী

  •    
  • ১২ এপ্রিল, ২০২২ ১০:৩০

জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান বলেন, ‘পবিত্র রমজান মাসে এমন একটি কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আমরা ধাপে ধাপে সবাইকে জাতীয় পরিচয়পত্র দিয়ে দিব।’

ফরিদপুরে ২২ যৌনকর্মী পেলেন দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় পরিচয়পত্র।

জেলা সদর নির্বাচন অফিসার মো. নুরু আমীন এবং জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান সোমবার বেলা ৩টার দিকে নিজ অফিসকক্ষে সিঅ্যান্ডবি ঘাট ও রথখোলা যৌনপল্লীর পাঁচজনের হাতে এ জাতীয় পরিচয়পত্র তুলে দেন।

বাকিদের পরিচয়পত্র প্রস্তুত হয়ে আছে; যেকোনো সময় তারা সেগুলো নিতে পারবেন বলে জানানো হয়েছে।

ফরিদপুরে ‘শাপলা মহিলা সংস্থা’ থেকে এসব নারীকে পরিচয়পত্র দেয়ার বিষয়টি নিয়ে কাজ শুরু করা হয়। প্রতিষ্ঠানটির গভর্নিং বডির মেম্বার হিসেবে ব্লাস্ট এনজিও জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী এতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন।

শিপ্রা গোস্বামী বলেন, ‘যৌনকর্মীরাও মানুষ। বাংলাদেশের নাগরিক হিসেবে তাদেরও সকল সুযোগ-সুবিধা পাওয়ার পরিপূর্ণ অধিকার রয়েছে। তাদের অধিকার ফিরে পেতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আজ তার সুফল পেলাম।’

এ সময় শাপলা মহিলা সংস্থার প্রোগ্রামার প্রশান্ত সাহা বলেন, ‘আমরা ফরিদপুর ও রাজবাড়ী জেলার যৌনপল্লীর বাসিন্দাদের নিয়েই কাজ করি। তাদের স্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা লড়ে যাচ্ছি। আমাদের জন্য পল্লীর বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী বলেন, ‘আজ আমাদের মানুষ বলে মনে হচ্ছে। খুবই আনন্দিত যে আমরা এখন এ দেশের নাগরিক। এ কাজে যারা সহযোগিতা করেছে আমি তাদের ধন্যবাদ জানাই।’

জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান বলেন, ‘পবিত্র রমজান মাসে এমন একটি কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আমরা ধাপে ধাপে সবাই জাতীয় পরিচয়পত্র দিয়ে দেব।’

এ বিভাগের আরো খবর