কিশোরগঞ্জ সদরের সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন সাবেক ছাত্রী এ বছর মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এ নিয়ে স্কুলটির শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে আনন্দিত স্থানীয়রাও।
স্কুল কর্তৃপক্ষ জানায়, এবারই প্রথম নয়। প্রতি বছরই এই স্কুলের ছাত্রীরা মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ভালো ফল করে। অনেকেই বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পায়।
সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর নিউজবাংলাকে বলেন, ‘মেয়েদের সাফল্যে আমি অবশ্যই আনন্দিত ও গর্বিত। তবে আনন্দ সেদিন পরিপূর্ণ হবে, যেদিন মেয়েরা মানবিক ডাক্তার হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে।
‘শুধু এ বছরই যে অনেকে মেডিক্যালে পড়ার সুযোগ পেল এমন কিন্তু না। প্রতি বছরই এই স্কুল থেকে এ রকম অনেকেই চান্স পায়। এরা ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করেছে। তাদের পরিশ্রমের ফসল এই সফলতা। আশা করি, বুয়েট ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও এ স্কুলের অনেকেই সুযোগ পাবে।’
স্কুলের দেয়া তথ্য অনুযায়ী, গত বছর এই স্কুলের ২৩ জন ছাত্রী এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেন। তাদের মধ্যে দুজন ছিলেন যমজ বোন। স্কুল শেষে এই ২৩ জনের মধ্যে ২২ জন পড়েছিলেন গুরুদয়াল সরকারি কলেজে এবং একজন পড়েছেন ঢাকার হলিক্রস কলেজ থেকে।
এর আগে ২০১৯ সালে ১৬ জন, ২০১৮ সালে ২৩ জন, ২০১৭ সালে ১৫ জন ও ২০১৬ সালে ২৫ জন ছাত্রী মেডিক্যাল ভর্তি পরীক্ষায় পাস করেন।
তবে এ বছর উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা বাড়তেও পারে বলে জানান প্রধান শিক্ষক।
তিনি বলেন, ‘সবার তথ্য এখনও হাতে এসে পৌঁছায়নি। শেষ পর্যন্ত সংখ্যা বাড়লেও বাড়তে পারে। রেজাল্টের পর ১২ জন এসেছিল দোয়া চাইতে।
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় এখন পর্যন্ত ১৬ জনের স্থান পাওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ১২জন এসেছিলেন দোয়া নিতে। আরও চারজনের খবর আমরা জানি।’
১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এ স্কু্ল ৫১ জন ছাত্রী ও ১৯ জন শিক্ষক নিয়ে পথচলা শুরু করে। শুধু ছাত্রীদের জন্য নয়, স্কুলটি শিক্ষকদের সাফল্যের কারণেও আলোচিত হয়েছে। প্রধান শিক্ষক শাহনাজ কবীর ২০১৯ সালে দেশের সেরা শিক্ষক নির্বাচিত হন।