বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গবন্ধুর পাশে জিয়ার ম্যুরালে কালি, পাল্টাপাল্টি কর্মসূচি

  •    
  • ১১ এপ্রিল, ২০২২ ২৩:০৬

২০০৪-০৫ অর্থ বছরে বিএনপি জোট সরকারের আমলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পাশে জিয়াউর রহমানের ম্যুরালটি নির্মাণ করা হয়েছিল।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থাকা জিয়াউর রহমানের ম্যুরালে কালি লেপন করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে মুক্তিযুদ্ধ মঞ্চ কুষ্টিয়া জেলা শাখার কর্মীরা এই কালি লেপন করেন। পরে সোমবার দুপুরে তারা জিয়ার ম্যুরাল অপসারণের দাবিতে জেলা শহরের এন এস রোডে বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে মানববন্ধনও করেছেন।

এ ঘটনার প্রতিবাদে সোমবার জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসিবুর রহমান রিজু, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান খান বক্তব্য দেন। জিয়ার ম্যুরাল অপসারণে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন তারা। না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়। পরে জেলা প্রশাসকের কাছে দাবিসহ একটি স্মারকলিপিও জমা দেয়া হয়।

এদিকে, এসবের প্রতিবাদে সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া শহরের এন এস রোডে কুষ্টিয়া জেলা ও শহর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী ও সদস্য সচিব খন্দকার রিশাদ মিছিলে নেতৃত্ব দেন।

জিয়াউর রহমানের ছবিতে কালি দিয়ে অবমাননার অভিযোগ এনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরেও।

উল্লেখ্য, ২০০৪-০৫ অর্থ বছরে বিএনপি জোট সরকারের আমলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পাশে জিয়াউর রহমানের ম্যুরালটি নির্মাণ করা হয়েছিল।

এ বিভাগের আরো খবর