দেশে সরকারি প্রকল্পে কনসোর্টিয়াম ও জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মালামাল আমদানিতে বাধা কাটল।
এতোদিন বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পাথর, যন্ত্রপাতিসহ অন্যান্য মালামাল আমদানিতে অনুমোদন দেয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি (আরজেএসসি)।
এখন থেকে এসব কনসোর্টিয়াম ও জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে মামামাল আমদানিতে বিডা ও আরজেএসসির নিবন্ধনে বাধ্যবাধকতা থাকছে না।
প্রকল্পের প্রয়োজনে আমদানি সংক্রান্ত ঋণপত্র খোলার পর আইআরসির জন্য সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক বা ঠিকাদার প্রতিষ্ঠানের অনুকূলে আবেদন পেলেই হবে। এরপর তা যাচাই-বাছাই করে দ্রুত অনুমোদন দেয়া হবে।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিডা, আরজেএসসি এবং আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর প্রতিনিধিরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেন।
এর আগে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত পাঁচটি কনসোর্টিয়াম ও জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান তাদের প্রকল্প-সংশ্লিষ্ট মালামাল আমদানিতে ঋণপত্র খোলার পর তা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর অনুমতি চেয়ে আবেদন করে। এগুলোর মধ্যে ঢাকাভিত্তিক দুটি প্রতিষ্ঠান হলো- এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম ও পিভিএল-আইসিএম জেবি। বাকিগুলোর মধ্যে রয়েছে- কক্সবাজার কলাতলীর উন্নয়ন প্রকল্প সিআইডব্লিউইবি-সিসিইসিসি-জেভি, গাজীপুরের উন্নয়ন প্রকল্প আফকন্স-কেপিটিএল জেভি এবং টাঙ্গাইলের কালিহাতীর অটজ জয়েন্ট ভেঞ্চার।
বৈঠকের সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অভ্যন্তরীণ বাণিজ্য ও আমদানি) এএইচএম সফিকুজ্জামান নিউজবাংলাকে জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় মালামাল আমদানিতে বিডা ও আরজেএসসির নিবন্ধন সংক্রান্ত বাধা আর থাকছে না।