বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদেশি প্রতিষ্ঠান জাতীয়করণের পরিকল্পনা স্থগিত করেছে রাশিয়া

  •    
  • ১১ এপ্রিল, ২০২২ ২০:৪১

ইজভেসতিয়ার প্রতিবেদনের তথ্যমতে, বিদেশি প্রতিষ্ঠান জাতীয়করণ সম্পর্কিত খসড়া নথিটি এখনও সরকারের কাছে জমা দেয়া হয়নি। এর কারণ ব্যাখ্যা করে সরকারি একটি সূত্র বলেছে, বর্তমান পরিস্থিতিতে এমন একটি গুরুতর প্রক্রিয়া চালুর অর্থ নেই। কারণ বিদেশি সংস্থাগুলো রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ক্রমবর্ধমান আগ্রহ দেখাচ্ছে। তাদের মধ্যে অনেকেই এপ্রিল-মে মাসে রাশিয়ায় পুনরায় কাজ শুরুর পরিকল্পনা করছে।

ইউক্রেন ইস্যুতে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে বিদেশি সংস্থাগুলো জাতীয়করণের পরিকল্পনা থেকে সরে এসেছে রাশিয়া।

ইজভেসতিয়া সংবাদপত্র সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়ায় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া বিদেশি সংস্থাগুলো জাতীয়করণের জন্য প্রস্তাবিত বিলের কাজ স্থগিত করা হয়েছে।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। এ অবস্থায় রাশিয়ায় থাকা বহুজাতিক কোম্পানিগুলো ব্যবসা গুটিয়ে নিতে তৎপর হয়।

বিদেশি কোম্পানিগুলোর রাশিয়া ত্যাগের উদ্যোগে রাশ টানতে ক্রেমলিন প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করার পদক্ষেপের কথা জানিয়েছিল। বলা হয়েছিল, সংস্থাগুলো দেউলিয়া হওয়ার পাশাপাশি রাশিয়ায় চাকরি হারানো রোধ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

রাশিয়ায় আইনি কার্যক্রম দেখভাল করা একটি সরকারি কমিশন গত মাসে একটি খসড়া আইন অনুমোদন করেছে। এর আওতায় বিদেশি সংস্থাগুলোকে সে দেশে বাহ্যিক ব্যবস্থাপনা প্রবর্তনের অনুমতি দেবে। এসব সংস্থার কমপক্ষে ২৫ শতাংশের মালিকানা ক্রেমলিন ঘোষিত ‘অবান্ধব রাষ্ট্র’ বা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা দেশের বাসিন্দাদের।

ইজভেসতিয়ার প্রতিবেদনের তথ্যমতে, বিদেশি প্রতিষ্ঠান জাতীয়করণ সম্পর্কিত খসড়া নথিটি এখনও সরকারের কাছে জমা দেয়া হয়নি। এর কারণ ব্যাখ্যা করে সরকারি একটি সূত্র বলেছে, বর্তমান পরিস্থিতিতে এমন একটি গুরুতর প্রক্রিয়া চালুর অর্থ নেই। কারণ বিদেশি সংস্থাগুলো রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ক্রমবর্ধমান আগ্রহ দেখাচ্ছে। তাদের মধ্যে অনেকেই এপ্রিল-মে মাসে রাশিয়ায় পুনরায় কাজ শুরুর পরিকল্পনা করছে।

আরেকটি সূত্র ওই সংবাদমাধ্যমকে বলেছে, ‘জাতীয়করণ করার বিষয়টি কেবলই ঘোষণায় সীমাবদ্ধ রয়েছে। অধিকাংশ কোম্পানির ক্ষেত্রেই এখনও এর কোনো বাস্তব পদক্ষেপ নেই। এমনকি যারা তাদের কার্যক্রম স্থগিত করেছে, যেমন দোকান বা রেস্তোরাঁ; তারাও প্রায় ক্ষেত্রেই ইজারা চুক্তি ভঙ্গ করেনি এবং কর্মীদের মজুরি প্রদান অব্যাহত রেখেছে।

গত ছয় সপ্তাহে রাশিয়ায় যে কোম্পানিগুলো কার্যক্রম স্থগিত করেছে তার মধ্যে রয়েছে ফার্নিচার জায়ান্ট আইকেইএ, টেক মেজর অ্যাপল ও মাইক্রোসফ্‌ট, ভক্সওয়াগনসহ বেশ কয়েকটি গাড়ি নির্মাতা, শেল, এক্সন মবিলসহ তেল সংস্থা, রেস্টুরেন্ট চেইন ম্যাকডোনাল্ডস, একাধিক পোশাক ব্র্যান্ড এবং আরও অনেক সংস্থা।

রাশিয়ান ইউনিয়ন অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড এন্ট্রারপ্রেনারস (আরএসপিপি)-এর একটি সূত্র উল্লেখ করেছে, ‘নথিটির কাজ আপাতত বন্ধ করা হয়েছে। কারণ প্রতিষ্ঠানগুলোর প্রকৃত মালিকদের মতো করে পরিচালনার কাজটি বহিরাগত প্রশাসকরা করতে সক্ষম হবেন না। এর জন্য পৃথক উদ্যোগ প্রয়োজন।

‘একটি এন্টারপ্রাইজ এমন একটি সিস্টেম যা বিদেশি কাঁচামাল সরবরাহকারী, নির্দিষ্ট লজিস্টিক ও প্রযুক্তির সঙ্গে সংযুক্ত থাকে। এটি ধ্বংস হয়ে গেলে তা থেকে কিছুই আসবে না। আমরা ম্যাকডোনাল্ডস নির্ধারিত দামে একটি হ্যামবার্গার তৈরি করতে সক্ষম হব না।’

এ বিভাগের আরো খবর