কুমিল্লার দেবিদ্বারে সড়কে স্পিডব্রেকার চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয় মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপজেলার কালিকাপুর-পীরগঞ্জ সড়কে সোমবার সকালে তারা মানববন্ধন করেন। তারা জানান, স্পিডব্রেকার না থাকায় সড়কে দুর্ঘটনা বেড়েছে। এ কারণে দ্রুত সেখানে স্পিডব্রেকার বসানোর দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবকরাও। তাদের একজন জহিরুল আলম কাউছার বলেন, ‘আগে সড়কটি বেহাল ছিল। সম্প্রতি সংস্কারের পর অনিয়ন্ত্রিতভাবে সেখানে গাড়ি চলছে। মোটরবাইক ও অটোরিকশার দুর্ঘটনা বাড়ছে। স্পিডব্রেকার না থাকায় গত ১৫ দিনে অন্তত ১২টি দুর্ঘটনা ঘটেছে।’
বক্তারা জানান, গত এক সপ্তাহে এ সড়কে দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয় চার বছরের শিশু যুবাইয়ের হোসেন সাইমুন। এ ছাড়া গত মার্চের শুরুতে ফতেহাবাদে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয় আরেক শিশু।
বক্তারা জানান, কিছুদিন আগে দুর্ঘটনায় আহত হন সুলতানপুর ফাজিল মাদ্রাসার আইসিটি প্রভাষক নাজমুল হোসেন ও চাঁনপুর সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন সুলতানা।
এ কারণে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা স্পিডব্রেকার চেয়ে মানববন্ধন করেছেন।