চারদিন পর সিলেটে ফের শুরু হয়েছে গরু-ছাগলের মাংস বিক্রি। সিলেট সিটি মেয়রের আশ্বাসে সোমবার থেকে মাংস বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।
সিলেট মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রমজান উপলক্ষে গত ২৯ মার্চ এক বৈঠকে সিলেট নগরে গরু ও ছাগলের মাংসের দাম নির্ধারণ করে দেয় সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ হিসাবে গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকায় ও খাসির মাংস ৮৫০ টাকায় বিক্রি করতে বলা হয় ব্যবসায়ীদের।
এ দাম বেঁধে দেয়ার পর জরুরি বৈঠক করে গত বুধবার রাতে বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয় সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতি। দাম বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিক্রি বন্ধ রাখেন নগরের মাংস ব্যবসায়ীরা।
সিলেট মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক নিউজবাংলাকে বলেন, ‘মেয়র আরিফুল হক চৌধুরীর আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। তাই আমরা কর্মসূচি প্রত্যাহার করে সোমবার থেকে মাংস বিক্রি শুরু করেছি।’
তিনি আরও বলেন, ‘মহানগর এলাকায় সিলেট সিটি করপোরেশন গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। এর চেয়ে বেশি দাম রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়। কিন্তু এই দামে মাংস বিক্রি করে আমাদের পুঁজি তোলা সম্ভব হয় না। এর জন্য সিসিকের বেঁধে দেয়া দামে মাংস বিক্রি করা কঠিন হয়ে পড়ে। তাই দাম বাড়ানোর দাবি জানিয়েছি আমরা।
‘মেয়র আরিফুল হক চৌধুরী রোববার রাতে মাংস ব্যবসায়ীদের সাথে বসেছিলেন। তিনি দাম পুননির্ধারণ করে দেয়ার আশ্বাস দিয়েছেন। তার আশ্বাসের ভিত্তিতে আমরা আবার মাংস বিক্রি শুরু করেছি’ বলেন তিনি।
মেয়র আরিফুল হক চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘আমি দাম বাড়াব বলিনি। বলেছি, সারা দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে তাদের দাবি বিবেচনা করা হবে।’
এদিকে সোমবার বিভিন্ন বাজার ঘুরে সিসিকের পূর্ব নির্ধারিত মূল্যেই মাংস বিক্রি করতে দেখা গেছে।