বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিলাবৃষ্টিতে নষ্ট ৪৮৩৭ হেক্টর জমির ফসল

  •    
  • ১১ এপ্রিল, ২০২২ ১৭:২৯

ঠাকুরগাঁও জেলা কৃষি কর্মকর্তা আবু হোসেন নিউজবাংলাকে বলেন, ‘তিনটি উপজেলায় রোববার থেকে মাঠপর্যায়ে কাজ করে শিলাবৃষ্টিতে এমন ক্ষতির পরিমাণ পাওয়া গেছে। তবে কতজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তা জানতে আমাদের কার্যক্রম চলমান আছে। দুই-এক দিনের মধ্যে আমরা সে তথ্যও জানাতে পারব।’

ঠাকুরগাঁওয়ে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে চার হাজার ৮৩৭ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতিবেদন তৈরি করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলা কৃষি কর্মকর্তা আবু হোসেন সোমবার বিকেলে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁওয়ে রোববার দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়। এতে রাণীশংকৈল, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী উপজেলার আম, লিচু, ভুট্টা, মরিচসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফসলি জমির মধ্যে পীরগঞ্জ উপজেলায় ৭৯৬ হেক্টর, রানীশংকৈলে এক হাজার ৯৬৮ হেক্টর এবং বালিয়াডাঙ্গীতে দুই হাজার ৭৩ হেক্টর জমি শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ জানালেও মোট কতজন কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন তা জানাতে পারেনি কৃষি বিভাগ।

কৃষি কর্মকর্তা আবু হোসেন নিউজবাংলাকে বলেন, ‘তিনটি উপজেলায় রোববার থেকে মাঠপর্যায়ে কাজ করে শিলাবৃষ্টিতে এমন ক্ষতির পরিমাণ পাওয়া গেছে। তবে কতজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং উৎপাদিত ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানতে আমাদের কার্যক্রম চলমান আছে। দুই-এক দিনের মধ্যে আমরা সে তথ্যও জানাতে পারব।’

পীরগঞ্জ

প্রতিটি ইউনিয়নে কমবেশি শিলাবৃষ্টি হয়েছে। উপজেলায় চলতি মৌসুমে ৫ হাজার ৮০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৭০ হেক্টর জমির ভুট্টা। ১১ হাজার ৬২০ হেক্টর বোরো ধানের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০ হেক্টর। এছাড়া লিচু, আম, তরমুজ, শাকসবজিসহ অন্যান্য ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

রানীশংকৈল

এই উপজেলার নেকমরদ, বাচোর, কাশিপুর, বাচোর, রাতোর, লেহেম্বাতে শিলাবৃষ্টির তীব্রতা ছিল সবচে বেশি। এসব ইউনিয়নে ৮৮০ হেক্টর বোরো ধান, ৮৫০ হেক্টর ভুট্টাসহ আম, মরিচ, লিচু, তরমুজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ এক হাজার ৯৬৮ হেক্টর।

বালিয়াডাঙ্গী

উপজেলার দুওসুও, ভানোর, বড়পলাশবাড়ি, আমজানখোর, বড়বাড়ি, লাহিড়ীসহ আরও কয়েকটি স্থানে শিলাবৃষ্টি হয়। এতে বোরো ধান, মরিচ, ভুট্টা, তরমুজ, শাকসবজি, আমসহ মোট দুই হাজার ৭৩ হেক্টর জমি শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়েছে।

এসব কৃষকদের সহযোগিতা করা হবে কি না জানতে চাইলে আবু হোসেন বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

এ বিভাগের আরো খবর