বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানব পাচার মামলায় নদীর জামিন দেয়নি হাইকোর্ট

  •    
  • ১১ এপ্রিল, ২০২২ ১৭:২৫

২৮ বছর বয়সী নদী আক্তার ইতি ওরফে জয়া আক্তার জান্নাত ওরফে নূর জাহানসহ মানব পাচার চক্রের ৭ সদস্যকে গত বছরের ২১ জুন গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।

মানব পাচার মামলায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের ‘সদস্য’ নদী আক্তার ইতির জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন হাসান তরিকুল চৌধুরী, অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

২৮ বছর বয়সী নদী আক্তার ইতি ওরফে জয়া আক্তার জান্নাত ওরফে নূর জাহানসহ মানব পাচার চক্রের ৭ সদস্যকে গত বছরের ২১ জুন গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।

ইতি ছাড়া অন্যরা হলেন ২৮ বছর বয়সী আল আমিন হোসেন, সাইফুল ইসলাম, ৩০ বছর বয়সী আমিরুল ইসলাম, ২৬ বছর বয়সী পলক মণ্ডল, তরিকুল ইসলাম ও বিনাশ শিকদার। পরে মানব পাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়।

পরের দিন ২২ জুন সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, ‘আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম সদস্য নদী আক্তার ইতি ওরফে জয়া আক্তার জান্নাত ওরফে নূর জাহান ১০টি নাম ব্যবহার করে তিন দেশে (ভারত, মালয়েশিয়া ও দুবাই) নারী পাচার করতেন। মূলত তিনি ওই তিন দেশে নারী পাচারে সমন্বয়ক হিসেবে কাজ করতেন। পাচারের কৌশল হিসেবে একেক সময় একেক নাম ব্যবহার করা হতো।

‘এ মামলায় জামিন চেয়ে আবেদন করলে হাইকোর্ট তার আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।’

এ বিভাগের আরো খবর