বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কাঁচা বাদাম’ কেনার ধুম বরিশালে

  •    
  • ১১ এপ্রিল, ২০২২ ১৪:২৩

স্বদেশী বস্ত্রালয়ের ব্যবস্থাপক গোবিন্দ সাহা বলেন, ‘কাঁচা বাদাম গানটি জনপ্রিয় হওয়ার পর পোশাক প্রস্তুতকারক কোম্পানি এতে উদ্বুদ্ধ হয়েছে। বাজারে এ ধরনের পোশাকের বেশ চাহিদা রয়েছে। বিক্রিও হচ্ছে অনেক।’

ঈদের বাজার জমে উঠেছে বরিশালে। পোশাক কিনতে এরই মধ্যে দোকানে ভিড় করছেন ক্রেতারা। এবার বেশির ভাগ নারী ক্রেতার দৃষ্টি আকর্ষণ করেছে ‘কাঁচা বাদাম’ পোশাক। নগরীর চকবাজারের বিপণন বিতানগুলোতে এর বেচাকেনাও হচ্ছে ভালো।

কাঁচা বাদাম বা বাদামের খোসা দিয়ে তৈরি কোনো পোশাক না এটি। নারীদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে ভিন্ন কারণে। অনেক ক্রেতা ভিন্ন ডিজাইনের পোশাক চাওয়ামাত্রই বিক্রেতারাও সামনে এনে দিচ্ছেন কাঁচা বাদাম থ্রিপিস।

বিক্রেতারা বলছেন, কোনো নির্দেষ্ট কোম্পানির পোশাক নয় এটি। ঢাকার ব্যবসায়ীরা এই নামে এবার পোশাকটি এনেছেন। কাঁচা বাদাম গানটি অনেক জনপ্রিয় হওয়ায় এক ইউটিউবার এ গানের সঙ্গে নেচেছিলেন। সেই ইউটিউবার যে ডিজাইনের থ্রিপিস পরেছিলেন ভিডিওতে, সেভাবেই তৈরি করা হয়েছে কাঁচা বাদাম থ্রিপিস। এ জনপ্রিয়তার কারণেই কাঁচা বাদাম পোশাকটিও জায়গা করে নিচ্ছে ক্রেতাদের মনে।

রোববার রাতে নগরীর চকবাজার ও কাঠপট্টি এলাকার বেশ কয়েকটি দোকান ঘুরে কাঁচা বাদাম থ্রিপিস বিক্রির চিত্র দেখা গেছে।

কাঠপ‌ট্রি এলাকার পাইকারি পোশাক বি‌ক্রেতা মাইনুল ইসলাম ব‌লেন, ‘কাঁচা বাদাম যে পোশাকটির নাম দেয়া হ‌য়ে‌ছে সেটা আমা‌দের দেয়া নয়। আমরা ঢাকা থে‌কে যখন মালামাল আ‌নি তখন সেখান থে‌কেই এই নাম দেয়া হয়। কাঁচা বাদাম থ্রি পি‌সের নি‌র্দিষ্ট কো‌নো কোম্পানি নেই। এগু‌লো ভারতীয় পণ্য।’

জোনাকী মার্কেটে পোশাক কিনতে এসেছেন মানবী বেগম। তিনি বলেন, ‘ইফতারের পর বেশ কয়েকটি দোকান ঘুরেছি। এখন এই মার্কেটে এসে শুনতে পেলাম কাঁচা বাদাম নামে একটি ড্রেস এসেছে। আমি গোলাপি রঙের একটি কিনেছি মেয়ের জন্য।’

তানিয়া রহমান নামে এক ক্রেতার দেখা পাওয়া যায় চকবাজারের পালকী বস্ত্রালয়ে। তাকেও কিনতে দেখা যায় কাঁচা বাদাম থ্রিপিস। বলেন, ‘প্রতি বছরই ঈদের আগে নানা নামে পোশাক আসে। এবার কাঁচা বাদাম নামে এসেছে। শুনতে হাস্যকর লাগলেও ভালো লাগছে পোশাকটি কিনতে পেরে।

‘কিন্তু কেন এর নাম কাঁচা বাদাম রাখা হয়েছে তা বুঝতে পারছি না। হয়তো মার্কেটে জনপ্রিয় হতে বিক্রেতারা এমন নাম দিয়েছেন।’

প্রতিটি কাঁচা বাদাম থ্রিপিস বাজারে ২৬০০ থেকে ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবি: নিউজবাংলা

চকবাজারের পালকী বস্ত্রালয়ের বিপণন কর্মী সুমন দাস জানান, কোম্পানি থেকেই পোশাকের নাম দেয়া হয়েছে কাঁচা বাদাম। ২৬০০ থেকে ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে এ পোশাকগুলো।

লাল, নীল, সবুজ ও গোলাপিসহ ৬টি রঙের আনা হয়েছে কাঁচা বাদাম থ্রিপিস। ক্রেতারাও নাম শুনেই দেখাতে বলছেন এ পোশাক।

আ‌রেক বি‌ক্রেতা গোলাম ফারুখ ব‌লেন, ‘রোজা শুরু হওয়ার দিন থে‌কেই কাঁচা বাদাম থ্রিপিস দোকা‌নে উ‌ঠি‌য়ে‌ছি। আমার দুই দোকান মি‌লে সা‌ড়ে ৪ শর মতো মাল এ‌নে‌ছিলাম। এখন ১০টার মতো আছে। শুক্রবার আবার ঢাকায় গি‌য়ে মাল আন‌ব। এই থ্রিপি‌সের নাম ব‌রিশা‌লের কো‌নো বি‌ক্রেতা দেয়‌নি। ভারত থে‌কে ঢাকায় এই পণ্যগু‌লো আসার পর ঢাকার পাইকাররা এই পোশাকের এমন নাম দি‌য়ে‌ছে। হয়‌তো ভারত থে‌কেও এই না‌মেই এ‌সে‌ছে এই থ্রিপিস। তা না হ‌লে তো ঢাকার পাইকাররা এমন নাম দেয় না।’

স্বদেশী বস্ত্রালয়ের ব্যবস্থাপক গোবিন্দ সাহা বলেন, ‘কাঁচা বাদাম গানটি অনেক জনপ্রিয় হওয়ার পর পোশাক প্রস্তুতকারক কোম্পানি এতে উদ্বুদ্ধ হয়ে ইউটিউবারের পোশাকের ডিজাইনের সঙ্গে মিল রেখে পোশাকটি বাজারে আনে। বাজারে পোশাকটির বেশ চাহিদা রয়েছে। বিক্রিও হচ্ছে অনেক।

‘এ থ্রিপিসের পাশাপাশি এবার অরগাঞ্জা ও গোল্ড ড্রেসেরও চাহিদা রয়েছে ঈদের বাজারে। অরগাঞ্জা বিক্রি হচ্ছে ৪ থেকে ৮ হাজার টাকায় আর গোল্ড ড্রেস বিক্রি হচ্ছে ৬ থেকে ৮ হাজার টাকায়।’

তিনি জানান, এবার শাড়ির চাহিদাও বেশ। কাতান, সিল্ক, টাঙ্গাইল সিল্ক, ঢাকাইয়া জামদানি ও তাঁতের শাড়ি বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে টাঙ্গাইল সিল্কের শাড়ি ১৫ হাজার টাকা, ঢাকাইয়া জামদানি ৮ থেকে ১৫ হাজার টাকা ও তাঁতের শাড়ি ১২০০ থেকে ২৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতার সমাগম খুব একটা না থাকলেও ১৫ রোজার পর থেকে চাপ বাড়বে।

এ বিভাগের আরো খবর