পাবনায় সাইকেল মেকানিককে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক সোমবার দুপুরে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন পাবনার আতাইকুলা উপজেলার গাঙ্গুহাটি গ্রামের মোহাম্মদ, সাঁথিয়া উপজেলার মো. জাহাঙ্গীর ও সদর উপজেলার তারাবাড়িয়া গ্রামের মো. খোকন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মজনুল হক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০০৩ সালের ১৩ আগস্ট ওই তিনজন সাঁথিয়া উপজেলার বোয়ালমারী গ্রামের সাইকেল মেকানিক আবু মূসাকে ডেকে নিয়ে যান। একটি নারকেল বাগানে তারা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যান। স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মূসার মৃত্যু হয়।
এ ঘটনায় ওইদিনই মূসার স্ত্রী রহিমা খাতুন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সাঁথিয়া থানায় মামলা করেন। পুলিশ মোহাম্মদ, জাহাঙ্গীর, খোকনসহ ২৩ আসামির নামে অভিযোগপত্র জমা দেয়।
আইনজীবী মজনুল বলেন, ‘আদালত এ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও আড়াই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। বাকি ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়েছে। দণ্ডিত তিনজনই পলাতক।’