বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি লাঘবে অনলাইনে স্বাস্থ্যতথ্য বা হেলথ ডিক্লারেশন ফরম পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে আসার আগে তিন দিনের মধ্যে পূরণ করা যাবে এই ফরম।
নতুন নিময় বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ে এ সংক্রান্ত আদেশ জারি করবে বন্দর কর্তৃপক্ষ।
শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ নিউজবাংলাকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এতদিন বিদেশ থেকে বাংলাদেশে আসার পর বিমানবন্দরে ইমিগ্রেশনের আগে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হতো। এ কারণে বিমানবন্দরে এসে যাত্রীদের ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। অনেক ভোগান্তি পোহাতে হতো।
‘যাত্রীদের ভোগান্তি লাঘবে অনলাইনে এই ফরমের পূরণে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশে আসার আগে তিন দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে পারবেন যাত্রীরা।’
কবে থেকে এই অনলাইনে ফরম পাওয়া যাবে সে বিষয়ে শাহজালাল বিমানবন্দরের এই স্বাস্থ্য কর্মকর্তা নিদিষ্ট কোনো তারিখ না জানাতে পারেননি।
তিনি বলেন, ‘৭ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে একটি চিঠি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের প্রজ্ঞাপন জারি করা হতে পারে।’
জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি ২০০৫ অনুযায়ী দেশে আসা যাত্রীদের হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হয়। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বন্দরগুলো দিয়ে আসার সময় হেলথ ডিক্লারেশন ফরম হাতে লিখে পূরণ করতে হয় ও হেলথ ড্রেস্কে জমা দিতে হয়। এতে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয়।
এ সমস্যা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখা একটি অনলাইন হেলথ ডিক্লারেশন ফরম প্রস্তুত করেছে। প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশে আসার আগে তিনদিনের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
পরে যাত্রীরা কিউআর কোডসহ একটি হেলথ ডিক্লারেশন কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। ফরম পূরণ করা যাবে এই ঠিকানায় http://healthdeclaration.dghs.gov.bd.। কোনো যাত্রীর করোনার উপসর্গ থাকলে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমিগ্রেশনের আগে হেলথ ডেস্কে যোগাযোগ করবেন।