মানিকগঞ্জের সিংগাইরে কাঠমিস্ত্রিকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
রোববার বেলা সোয়া ২টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য আসামির উপস্থিতিতে এ রায় দেন। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নিরঞ্জন বসাক নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কাঠমিস্ত্রির নাম বিমল মন্ডল। তিনি সিংগাইর উপজেলার স্বরুপপুর এলাকার বাসিন্দা।
দণ্ড পাওয়া আসামির নাম চন্দ্র লাল অধিকারী। তিনিও একই এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়েছে, পূর্বশত্রুতার কারণে ২০১২ সালের ১৫ অক্টোবর বিমল মন্ডলকে পিটিয়ে গুরুতর আহত করেন চন্দ্র লাল অধিকারীসহ কয়েকেজন। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরের দিন নিহতের বাবা কুসাই মন্ডল সিংগাইর থানায় হত্যা মামলা করেন।
২০১৪ সালের ১৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমদাদুল হক তিনজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাশ দেয়া হয়েছে।
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিরঞ্জন বসাক সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী শিবেন্দ্র কুমার নাগ উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।