বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে স্বপ্নভঙ্গ চাষির

  •    
  • ১০ এপ্রিল, ২০২২ ১৮:০৯

বাগান ব্যবসায়ী খাদেমুল ইসলাম বলেন, ‘সাড়ে ৩০০ গাছের আমের গুটি ও পাতা ঝড়ে গেছে। আমি একদম পথে বসে গেলাম। এর আগে ঠাকুরগাঁও সদরের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। সে ধকল সামলাতে না সামলাতেই আবারও শিলাবৃষ্টি আমার সবকিছু সর্বশান্ত করে দিয়েছে। গাছে যেসব আমের গুটি আছে তা দিয়ে আর কোনো স্বপ্ন দেখতে চাই না।’

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের নেকমরদ, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গীতে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এতে বিধ্বস্ত হয়েছে এসব অঞ্চলের ফসলের মাঠ।

রোববার দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত শিলাবৃষ্টিতে আম, লিচু, ভুট্টা, মরিচসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার মরিচ চাষি ফরিদুল ইসলাম জানান, কয়েকদিন পরই মরিচ তোলার কথা ছিল তার। শিলা বৃষ্টিতে দুই বিঘা জমির মরিচ ঝড়ে গেছে। প্রতি বছর মরিচ বিক্রি করেই তিনি সংসারের সিংহভাগ খরচ চালান।

বাগান ব্যবসায়ী খাদেমুল ইসলাম বলেন, ‘সাড়ে ৩০০ গাছের আমের গুটি ও পাতা ঝড়ে গেছে। আমি একদম পথে বসে গেলাম। এর আগে ঠাকুরগাঁও সদরের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। সে ধকল সামলাতে না সামলাতেই আবারও শিলাবৃষ্টি আমার সবকিছু সর্বশান্ত করে দিয়েছে। গাছে যেসব আমের গুটি আছে তা দিয়ে আর কোনো স্বপ্ন দেখতে চাই না।’

রানীশংকৈলের লেহেম্বার ভূট্টাচাষি তৌহিদুল ইসলাম বলেন, ‘ভূট্টার মাঠ বিধ্বস্ত হয়ে গেছে। ভূট্টার মোচাগুলো পাথরের আঘাতে ভেঙে পড়েছে। গাছগুলো ভেঙে শুয়ে গেছে। ৭ বিঘা জমিতে ক্ষতিগ্রস্ত হয়েছি প্রায় তিন লাখ টাকা।’

জেলার কৃষি কর্মকর্তা আবু হোসেন বলেন, ‘এবারের শিলাবৃষ্টিতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে মরিচ, ভূট্টা, আম, লিচুর গুটিসহ আরও অন্যান্য ফসলেও ক্ষতি হতে পারে। তবে কত হেক্টর জমিতে কী কী ফসলের ক্ষতি হয়েছে তা জানতে মাঠে কাজ করছি আমরা। পরবর্তীতে এর সঠিক হিসাব জানাতে পারব।’

এ বিভাগের আরো খবর