বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপগঞ্জে কারখানায় আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

  •    
  • ১০ এপ্রিল, ২০২২ ১২:৫১

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, লিলি কেমিক্যাল ফ্যাক্টরি থেকে দগ্ধ ৯ জনকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের লিলি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার রাত ৭টার দিকে মৃত্যু হয় মো. রোকনের। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।

রোকনের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার তিলকপাড়া গ্রামে। তার বাবার নাম সাজু মিয়া।

রূপগঞ্জের ওই কারখানা এলাকায় থাকতেন রোকন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ির পঞ্চায়েত কবরস্থান দাফন করা হবে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, লিলি কেমিক্যাল ফ্যাক্টরি থেকে দগ্ধ হয়ে এখানে ৯ জন এসেছে। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, সর্বশেষ প্রাণ হারানো রোকন হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) ভর্তি ছিলেন।

এ চিকিৎসক আরও জানান, আগুনের ঘটনায় আরও চারজন চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

গত ২৯ মার্চ রাতে লিলি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন ধরে। এ ঘটনায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ বিভাগের আরো খবর