চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পাগলা নদী থেকে রোববার সকাল ৮টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
১১ বছর বয়সী মৃত মো. আব্দুল্লাহর বাড়ি শ্যামপুর ইউনিয়নের গুড়ি পাড়ায়।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে পাগলা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় আব্দুল্লাহ। তাকে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। রাজশাহী থেকে ডুবুরি এসে রোববার সকাল থেকে উদ্ধার অভিযান শুরুর কথা ছিল। তবে তার আগেই আব্দুল্লাহর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
রবিউল বলেন, ‘এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।’