রাজশাহীতে মিষ্টির দোকানের কর্মচারী হত্যায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা রোববার সকালে এই রায় দেন।
দণ্ডিতরা হলেন রাজশাহীর তানোর উপজেলার বিমল সিং, তার স্ত্রী অঞ্জলী রানি, ছেলে সুবোধ সিং ও নওগাঁর নিয়ামতপুরের বাদল মণ্ডল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তানোরের এনায়েতপুর চোরখৈর গ্রামের নির্মল সিং রাজশাহী শহরের নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি পরিবেশনকারী হিসেবে কাজ করতেন। করোনার কারণে তিনি বাড়িতে চলে যান। ২০২১ সালের ২৮ এপ্রিল বিকেলে তিনি বাড়ি থেকে বেরিয়ে রাতে আর ফেরেন না।
পরদিন বাড়ির পাশের মাঠে মরদেহ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় ওইদিনই প্রকাশের বাবা নির্মল সিং তানোর থানায় হত্যা মামলা করেন।
২০২১ সালের ৩১ মে পুলিশ অভিযোগপত্র জমা দেয়। এতে বলা হয়, প্রকাশ তার চাচি অঞ্জলী ও বাদলের বিয়েবহির্ভূত সম্পর্কের কথা জেনে যায়। প্রকাশ এ ঘটনার প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়।
এন্তাজুল বলেন, ‘আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে। চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে।’