লক্ষ্মীপুরে নৌপুলিশ ও জেলেদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ ৩ জনসহ আহত হয়েছেন অন্তত ১৬ জন।
এ ঘটনায় ১০ জেলেকে আটক করা হয়েছে।
সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকার মেঘনা নদীতে রোববার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান।
তিনি জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণে সরকারের দেয়া নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযানে যায় পুলিশ। এ সময় ৪০ থেকে ৫০ জন জেলে পুলিশের ওপর হামলা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি করে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৭ জন আহত হয়।
আহতদের সদর হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে আমির হোসেন নামে এক জেলেকে গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান।
আহত জেলে সাইদুল ইসলামের দাবি, তারা মাছ ধরতে যাননি, নদী পার হচ্ছিলেন। এ সময় নৌপুলিশ তাদের ওপর হামলা চালায় ও গুলি করে। এতে তারা তিনজন গুলিবিদ্ধসহ ১১ জন আহত হন। পরে গুলিবিদ্ধ আমিরের মৃত্যু হয়।
আরেক জেলে মনির হোসেন নিউজবাংলাকে বলেন, ‘নৌপুলিশের দাবি করা মাসিক চাঁদা না দেয়ায় তারা আজকে হামলা চালিয়েছে।’
মজুচৌধুরীরহাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কামাল উদ্দিন বলেন, ‘জেলেদের হামলায় ছয় পুলিশ আহত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ১০ জেলেকে আটক করা হয়েছে। তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।’