বরিশালের মেহেন্দীগঞ্জের গজারিয়া নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ বাকি দুজনের মরদেহও উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।
মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন লাগোয়া কালাবদর নদী থেকে রোববার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন মেহেন্দীগঞ্জ উপজেলার মাঝিরচর এলাকার মালা বেগম ও মো. ইয়ামিন।
মাঝিরচর থেকে দড়ির চরখাজুরিয়া ইউনিয়নে জানাজায় যাওয়ার পথে শুক্রবার বেলা ১১টার দিকে গজারিয়া নদীতে ট্রলার ডুবে যায়। ঘটনার পর মা-মেয়ের মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ড। নিখোঁজ হয় ট্রলারের তিন যাত্রী।
ঘটনাস্থল থেকে ৬-৭ কিলোমিটার দূরে চরবউপুর এলাকা থেকে শনিবার দুপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘রোববার সকালে দুজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয় জেলেরা উদ্ধার করে। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই।’