বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবারের হজে খরচ বাড়তে পারে

  •    
  • ৯ এপ্রিল, ২০২২ ১৭:২৪

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘মিনায় তিন দিন অবস্থানকালে আগে সবাইকে নিচে ঘুমাতে হতো। মানুষের কষ্টের কথা মাথায় রেখে এ বছর সৌদি সরকার খাটের ব্যবস্থা করেছে। আবার জ্বালানির দামের ঊর্ধ্বগতির জন্য বিমান ভাড়াও বেড়ে গেছে। এসব কারণে হজের খরচ কিছুটা বাড়তে পারে।’

এবার হজে খরচ বাড়তে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘আগের মতো এ বছর হজ পালন হবে। তবে খরচ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত শনিবার দুপুরে সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ‘সুপরিকল্পিত উপায়ে বাংলাদেশে একটি মিথ্যামুক্ত সমাজ গঠন সম্ভব’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করেন অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘মিনায় তিন দিন অবস্থানকালে আগে সবাইকে নিচে ঘুমাতে হতো। মানুষের কষ্টের কথা মাথায় রেখে এ বছর সৌদি সরকার খাটের ব্যবস্থা করেছে। আবার জ্বালানির দামের ঊর্ধ্বগতির জন্য বিমান ভাড়াও বেড়ে গেছে। এসব কারণে হজের খরচ কিছুটা বাড়তে পারে।’

হজযাত্রীর সংখ্যা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অফিশিয়ালভাবে কোনো ঘোষণা না এলেও এ বছর হজ হবে। তবে হজে কী পরিমাণ লোক যাবে, তা ঠিক করতে আজ একটা মিটিং হওয়ার কথা রয়েছে। এরপর সংখ্যাটা জানিয়ে দেয়া হবে।’

এর আগে সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করার লক্ষ্য ২০৩১ সালে অর্জন করার কথা ছিল, কিন্তু সেটি ২০২১ সালেই অর্জিত হয়েছে। দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা যদি ধরে রাখতে চাই তাহলে মিথ্যাচার থেকে আমাদের সরে আসতে হবে।

‘আর সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা এবং কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। এই চিন্তাচেতনা নিয়ে আমরা ১৬ কোটি মানুষ যদি একযোগে কাজ করতে পারি, তাহলে সরকারের ২০৪১ সালের লক্ষ্য অর্জনে ২০৪১ সাল লাগবে না বলে আমি মনে করি।’

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খালিকুজ্জামান আহমেদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোহাম্মদ মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিমসহ অনেকে।

এ বিভাগের আরো খবর