সিলেটের মালনীছড়া চা বাগানে একটি বসতঘর ও একটি দোকান আগুনে পুড়েছে।
শর্ট সার্কিট থেকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল রুমের কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ঘরের বাসিন্দা চা শ্রমিক নিতাই গোয়ালা বলেন, ‘আমরা কাজে ছিলাম। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি আগুনে আমার ঘরের সব পুড়ে গেছে।’
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল রুমের কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, ‘দুপুর ১২টার দিকে ফোন পেয়ে সিলেট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত জানিয়ে তিনি বলেন, ‘আগুনে একটি সেমিপাকা বসতঘরের আসবাবপত্র ও একটি দোকানের মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’