যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোর এক দিন আগে খুন হওয়া দুই ভাইয়ের চাচাতো ভাইয়ের ছেলে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালে শুক্রবার দুপুর ১টার দিকে লিমন খানের মৃত্যু হয়।
১৭ বছর বয়সী লিমনের বাড়ি চৌগাছা উপজেলার টেঙ্গুপুর গ্রামে।
টেঙ্গুপুর গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জাকির হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে চৌগাছার নারায়ণপুর-বকসিপুর সড়কের কপোতাক্ষ সেতুতে মোটরসাইকেল চালাতে গিয়ে আহত হন লিমন। স্থানীয়রা তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।
- আরও পড়ুন: দুই ভাইকে কুপিয়ে হত্যা, সহোদর আটক
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দিলে লিমনকে বাড়িতে নেয়া হয়। শুক্রবার বেলা ১১টার দিকে তার অবস্থার অবনতি হলে আবারও যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দুপুর ১টার দিকে লিমনের মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে দিনমজুর ঠিক করা নিয়ে তর্কাতর্কির জেরে কুপিয়ে হত্যা করা হয় দুই ভাই আইয়ুব হোসেন ও ইউনুস আলীকে। লিমন তাদের চাচাতো ভাই গোলাম মোস্তফা খানের ছেলে।
ইউপি সদস্য জাকির বলেন, ‘লিমনের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি। দুই ভাই খুন ও সড়ক দুর্ঘটনায় পরদিন তাদের ভাতিজা নিহত হওয়ায় বাড়িতে শোকের মাতম চলছে।’