নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাপের কামড়ে কামাল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
মৃত কামাল হোসেনের স্ত্রী সুলতানা বেগম জানান, তার স্বামী বিকেল ৫টার দিকে সোনারগাঁয়ের বাইশদিয়া গ্রামের বাড়ির পাশে খেতে ঘাস কাটার সময় একটি বিষাক্ত সাপ বাঁ পায়ে কামড় দেয়। তার চিৎকার শুনে তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান।
তিনি জানান, তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যালে পাঠায়। ঢাকা মেডিক্যালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুলতানা বেগম জানান, তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে সাপের কামড় খেয়ে আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিক্যালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে, এ বিষয়ে সোনারগাঁ থানায় জানানো হয়েছে।’