রংপুরের পীরগাছায় মোতাহার হোসেন চৌধুরী জুট মিল এলাকায় জুয়ার আসর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পীরগাছা আমলী আদালতের মাধ্যমে শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে পীরগাছা-কাউনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ বলেন, ‘উপপরিদর্শক আলী হোসেন তাদের নামে মামলা করেন। আজ বিকেলে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।’
গ্রেপ্তাররা হলেন, রুবেল মিয়া, কমল চন্দ্র, মমিনুল হক, প্রদীপ কুমার বর্মন, হযরত আলী, শাহাজাহান মিয়া, বিপুল মিয়া, আব্দুল মজিদ, আবু তাহের, আশরাফুল ইসলাম, এমদাদুল হক, বিপ্লব রায় ও মো আলী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে পীরগাছার মোতাহার হোসেন চৌধুরী জুট মিলের সামনে অভিযান চালানো হয়। এ সময় তারা সেখানে জুয়া খেলছিল। তখন তাদের গ্রেপ্তার করা হয়।
রংপুর আদালত পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ‘আসামিদের পীরগাছা আমলি আদালতে নিলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।’