ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুর্বৃত্তের হামলায় মোটরসাইকেলের আরও এক আরোহী নিহত হয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সাভার এলাকায় শুক্রবার ভোরের দিকে কামরুল মাতুব্বরের মৃত্যু হয়।
৪০ বছর বয়সী কামরুলের বাড়ি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জানদি গ্রামে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান আধিপত্য বিস্তারের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।
নিউজবাংলাকে তিনি জানান, কামরুলের বাবা কামাল মাতুব্বর দীর্ঘদিন ওই এলাকার মাতুব্বর ছিলেন। কামালের মৃত্যুর পর কামরুল মাতুব্বর হওয়ার দাবী করে আসছিলেন। ওই গ্রামের জামালও মাতুব্বর হতে চাচ্ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
পুলিশ কর্মকর্তা জামাল আরও জানান, বৃহস্পতিবার রাতে কামরুল তার দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে পোদ্দার বাজার থেকে জানদি যাচ্ছিলেন। বাজার পার হতেই রাত ১১টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তিনজনকে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলেই কামরুলের বন্ধু সোলেমান শরীফের মৃত্যু হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামরুল ও তার আরেক বন্ধু আমিনুল মাতুব্বরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে কামরুলকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।
ওসি বলেন, ‘ঢাকায় নেয়ার পথে কামরুলের মৃত্যু হয়েছে। সোলেমানের মরদেহ থানায় রাখা আছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য একসঙ্গে ফরিদপুর মেডিক্যালে পাঠানো হবে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভাঙ্গা থানা পুলিশের পাশাপাশি ফরিদপুর সদর থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।’