পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়া ফসলরক্ষা বাঁধগুলো সংস্কারের জন্য সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সব কর্মকর্তার ছুটি বাতিল করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা ডেকে বৃহস্পতিবার রাতে তিনি এই ঘোষণা দেন।
জেলা পাউবোর সব কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আগামীকাল (শুক্রবার) থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন প্রধান প্রকৌশলী সুনামগঞ্জে অফিস করবেন। বাঁধে যে কোনো সমস্যা হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।’
এর আগে বৃহস্পতিবার দিনভর নামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন উপমন্ত্রী শামীম।
তখন কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন,‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাওরের ফসল ও মানুষ বাঁচাতে স্থায়ী ব্যবস্থা হচ্ছে। হাওরবাসী যেন নির্বিঘ্নে ফসল কেটে ঘরে তুলতে পারে সেজন্য হাওরের বর্তমান পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তদারকি করছেন।
‘কৃষকের মুখে হাসি দেখলে হাসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষকের চোখে পানি দেখলে তার মন কাঁদে। তিনি সবসময় কৃষকের হাসিমুখ দেখতে চান।’
তিনি আরও বলেন, ‘সারা দেশে নদীভাঙন রক্ষায় বিভিন্ন স্থায়ী প্রকল্প চলমান রয়েছে এবং নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। সারা দেশে সাড়ে পাঁচশ এলাকা নদীভাঙনের শিকার হয়েছে। সবচেয়ে বেশি ভাঙন কবলিত ৫৫টি এলাকা চিহ্নিত করা হয়েছে। আমরা স্পটে গিয়ে নির্দেশনা দিয়ে কাজ করাচ্ছি। সেখানে স্থায়ী বাঁধ করা হচ্ছে, বাঁধ প্রশস্তকরণ হচ্ছে, বনায়নও করা হচ্ছে।
‘যেখানে যা করা প্রয়োজন, তাই করা হচ্ছে। স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় বৃহত্তর সিলেটকে গুরুত্ব দিয়ে থাকেন। তাই সিলেট বিভাগের জন্য করণীয় সব কিছুই তিনি (শেখ হাসিনা) করে চলছেন।’
ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগের বিষয়ে উপমন্ত্রী বলেন, ‘কাজের গুণগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে সর্তকতার সঙ্গে কাজ করতে হবে। আর কাজের ব্যাপারে কারও অনিয়ম ও গাফিলতি সহ্য করা হবে না। অনিয়ম করলেও কাউকেই ছাড় দেয়া হবে না।’